বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, তরুণেরা এগিয়ে এলে এই স্বেচ্ছাচার সরকারের বিদায় কেউ ঠেকাতে পারবে না। শিক্ষার্থীদের অহিংস আন্দোলনে সরকার পুলিশ দিয়ে লাঠিপেটা করে স্বেচ্ছাচারিতা করেছে বলেও মন্তব্য করেন তিনি।
বুধবার ( ১২ সেপ্টেম্বর) বিকেলে গুলশানের অল কমিউনিটি ক্লাবে বিকল্পধারার সহযোগী সংগঠন প্রজন্ম বাংলাদেশের ‘রাজনৈতিক আন্দোলনে অহিংস কর্মসূচি’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বি চৌধুরী এসব কথা বলেন।
বিকল্পধারার সভাপতি বলেন, ‘দেশ চরম স্বৈরাচার ও স্বেচ্ছাচারের কবলে পড়েছে। এই স্বেচ্ছাচারের হাত থেকে দেশকে বাঁচাতে হলে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। তরুণেরাই পারবে অহিংস আন্দোলনের মাধ্যমে একটি শান্তি সুখের বাংলাদেশ গড়তে।’
তিনি অভিযোগ করে বলেন, ‘সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক চাই আন্দোলন অহিংস ও শান্তিপূর্ণ ছিল। এরপরও সরকার শিক্ষার্থীদের পুলিশ দিয়ে লাঠিপেটা করেছে। তাদের গ্রেপ্তার করেছে।’
তরুণদের নিয়ে আশাবাদী হয়ে বি চৌধুরী বলেন, ‘বিশ্বের সব বড় কল্যাণমূলক কাজ হয়েছে তরুণদের হাত ধরে। তিনি আরও বলেন, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ তরুণদের হাত ধরে হয়েছে।’
অনুষ্ঠানে প্রজন্ম বাংলাদেশের প্রধান মাহি বি চৌধুরী সংগঠনের উদ্দেশ্য নিয়ে একটি ভিডিও চিত্র দেখান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিকল্পধারার ভাইস চেয়ারম্যান মঞ্জুর রাশেদ, যুগ্ম মহাসচিব আবদুর রউফ মান্না প্রমুখ।