যুক্তরাষ্ট্রে লবিস্ট: বিএনপির অস্বীকার, আওয়ামী লীগ দেখছে ষড়যন্ত্র
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক দুটি লবিং ফার্মকে নিয়োগ দিয়েছে বিএনপি, খবর যুক্তরাষ্ট্রভিত্তিক রাজনীতি বিষয়ক গণমাধ্যম দ্য পলিটিকোর । একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগ রক্ষার জন্য এদের নিয়োগ দেওয়ার হয়েছে, দ্য পলিটিকোতে গত ১০ সেপ্টেম্বর একটি প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্টের বরাত দিয়ে প্রতিবেদনটিতে বলা হয়, ‘আব্দুল সাত্তার নামে বিএনপির একজন’ গত অগাস্টে যুক্তরাষ্ট্রের ‘ব্লু স্টার স্ট্র্যাটেজিস’ এবং ‘রাস্কি পার্টনার্স’ এর সঙ্গে চুক্তি করেন, যাতে তারা বাংলাদেশের নির্বাচন সামনে রেখে বিএনপির পক্ষে ট্রাম্প প্রশাসনের কাছে তদবির করে। চুক্তি অনুযায়ী ‘ব্লু স্টার’কে আগস্ট মাসে ২০ হাজার ডলার এবং বছরের বাকি মাসগুলোয় ৩৫ হাজার ডলার করে দিতে হবে। রাস্কি পার্টনার্স ব্লু স্টারের সাব-কন্ট্রাক্ট হিসেবে কাজ করবে। এই প্রতিষ্ঠানটি আগস্টের জন্য পাবে ১০ হাজার ডলার এবং বাকি মাসগুলোর জন্য পাবে ১৫ হাজার ডলার।
ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগ ছাড়াও কংগ্রেসম্যান, নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা, নারীর ক্ষমতায়ন বিষয়ক, পাবলিক পলিসি ইনস্টিটিউটসহ যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্থার সঙ্গে চুক্তি অনুযায়ী বিএনপির হয়ে কাজ করবে ব্লু স্টার।
যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, এ ধরনের ফার্মের আয়-ব্যয়ের বিবরণী জাস্টিস ডিপার্টমেন্টে জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। সেই বিবরণীর ভিত্তিতেই এ প্রতিবেদন প্রকাশ করার কথা জানিয়েছে পলিটিকো।
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার লবিং ফার্ম নিয়োগের বিষয়টি অস্বীকার করে বলেন, ‘এই খবরটি সম্পূর্ণরূপে মিথ্যা। আমি বিএনপি’র সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য হিসেবে নিশ্চিত করে বলছি, বিএনপি যুক্তরাষ্ট্র কোন লবিস্ট নিয়োগ করেনি।’
এ বিষয়ে আওয়ামী লীগ কি ভাবছে জানতে চাইলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘যাদের অনেক অবৈধ টাকা আছে তারাই লবিস্ট নিয়োগ করতে পারে। আমরা দেশের মানুষকে নিয়ে রাজনীতি করি, দেশের উন্নতির কথা ভাবি। আমরা এই বিষয়ে মোটেও চিন্তিত না।’
আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন ‘বিএনপি সব সময়ই ষড়যন্ত্রের রাজনীতির সাথে জড়িত। এটাও তাদের ষড়যন্ত্রের রাজনীতির অংশ। আমি মনে করি বিএনপি মহাসচিবের যুক্তরাষ্ট্র যাত্রার সাথে লবিস্ট ফার্মের যোগসুত্র আছে। তারা আগেও লর্ড কার্লাইল, টবি ক্যাডম্যানকে নিয়োগ দিয়েছে দেশের বিরুদ্ধে কাজ করার জন্য। দেশের মানুষের আস্থা হারিয়ে তারা এখন বিদেশিদের দ্বারে দ্বারে ঘুরছে।’