বিএনপির ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় প্রত্যাখান করায় জাতি হতাশ হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
বৃস্পতিবার (১১ অক্টোবর) গুলশানের একটি হোটেলে ‘বাস্তবসম্মত গণতন্ত্রে নাগরিকদের উদ্যোগে ২১আগস্ট গ্রেনেড হামলার রায় ও বিএনপির বৈধতা একটি সংকট’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলা নিয়ে শুরু থেকেই বিএনপি মিথ্যাচার করে আসছে। ২১ আগস্ট গ্রেনেড হামলার পর পার্লামেন্টে একটা নিন্দা প্রস্তাব পর্যন্ত করতে দেয়া হয়নি। ১৪ বছর পরে এই মামলার রায় হয়েছে। রায়ের পরে মির্জা ফখরুল সাহেব রায়টি প্রত্যাখান করেছেন। এতে শুধু আওয়ামী লীগ নয়, পুরো জাতি হতাশ হয়েছে। এই রায়ের পর জাতি আশা করেছিল মির্জা ফখরুল সাহেব ও বিএনপির নেতারা ভুল স্বীকার করবে। দায় স্বীকার করে জাতির কাছে ক্ষমা প্রার্থনা করবে।’
তারেক রহমানের সমালোচনা করে আওয়ামী লীগের এই মুখপাত্র বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান নিজেই ১৯ বার ক্যু এর নামে মুক্তিযোদ্ধাদের ফাঁসি দিয়েছিল। জিয়াউর রহমানের পরে তারেক রহমান নিজেকে সন্ত্রাসী হিসেবে প্রমাণ করেছে।’
হানিফ বলেন, ‘আজকে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে, ২১ আগস্টসহ যারা বার বার সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা তাদের রাজনীতি করার কোন অধিকার থাকতে পারে না। আমি মনে করি, বিএনপিকে রাজনৈতিক দল হিসেবে বৈধতা দেওয়ার কোন সুযোগ নেই। বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে অবৈধ হিসেবে ঘোষণা করতে হবে।’
টকশো ব্যক্তিত্ব অশিকুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন নারীনেত্রী খুশি কবির, সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ এ আরাফাত, একাত্তর টিভির সিইও মোজ্জামেল বাবু প্রমুখ।