আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অভিযোগ করে বলেছেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামিদের মতো ২৫ ফেব্রুয়ারি পিলখানার ঘটনায় হত্যায় জড়িতদের পালিয়ে যেতে সহায়তা করেছে বিএনপির নির্ধারিত একটি অংশ। ওই অংশটিই পিলখানা হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত ছিল। এমনকি ওই দিন বিএনপি নেত্রী খালেদা জিয়া প্রায় ২৪ ঘণ্টা নিখোঁজ ছিলেন। এই ২৪ ঘণ্টা তিনি কোথায় ছিলেন?’
শনিবার (১৩ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের কাঁচপুরে সেতু নির্মাণকাজ পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।
পিলখানা হত্যার ঘটনায় বিএনপির নেত্রী খালেদা জিয়ার সংশ্লিষ্টতা রয়েছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘খালেদা জিয়া ২৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে প্রায় চব্বিশ ঘণ্টা তিনি নিখোঁজ ছিলেন। এটা আমার সাজানো কথা নয়। যিনি সকাল ১১টার আগে ঘুম থেকে ওঠেন না, তিনি কেন সকাল সাড়ে ৭টায় বাড়ি ছেড়ে পালিয়ে গেলেন?’
বিএনপি নেতাদের প্রতি ইঙ্গিত করে কাদের বলেন, ‘কেঁচো খুড়তে চান, কেঁচো খুড়তে গিয়ে বিষধর সাপ বেরিয়ে আসবে। সেই সাপ আপনাদেরই দংশন করবে।’
জাতীয় ঐক্য প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি অবাক হচ্ছি যারা নীতি নৈতিকতা ও গণতন্ত্রের কথা বলে তারা খুনি ও সন্ত্রাসী দলের সঙ্গে তথাকথিত জাতীয় ঐক্য করতে যাচ্ছে।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে ইঙ্গিত করে বলেন, ‘২১ আগস্ট মাস্টারমাইন্ড হিসেবে যাবজ্জীবন কারাদাণ্ডে দণ্ডিত হয়েছেন। এই রায়ের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেপরোয়া বাসের চালকের চেয়েও বেশি বেপরোয়া বক্তব্য দিতে শুরু করেছেন। এগুলো রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত।’
পরিদর্শনকালে জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।