আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘স্বাস্থ্যমন্ত্রী নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের পদত্যাগের যে দাবি করেছেন তা আওয়ামী লীগের দাবি নয়। এটা স্বাস্থ্যমন্ত্রী নাসিমের ব্যক্তিগত দাবি। আওয়ামী লীগ নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের পদত্যাগ চায়না।’
বৃহস্পতিবার (১৮ অক্টোবর) রাজধানীর সেতুভবনে ভারতের রাষ্ট্রদূত হর্ষবর্ধন সিংলার সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
কাদের বলেন, ‘আওয়ামী লীগ মাহবুব তালুকদারের পদত্যাগ চায় না, কেউ চাইলে এটি তাদের ব্যক্তিগত মতামত। এখনি তার পদত্যাগ করতে হবে এমন কিছু হয়নি। কারও ব্যক্তিগত মতামত থাকতে পারে, সবাই সব বিষয়ে এক মত হবে এটা কখনো হয় না। আগামী নির্বাচন নিয়ে কোনো নাশকতার আশঙ্কা নেই। তারপরও যদি কেউ নির্বাচনে নাশকতা করার চেষ্টা করে তার খবর আছে। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
ভারতের রাষ্ট্রদূত হর্ষবর্ধন সিংলার সাথে আগামী নির্বাচন নিয়ে কোনো কথা হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভারত অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায়। আমি বলছি আমরাও অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চাই। আশা করি সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠিত হবে।’
ভারতের রাষ্ট্রদূত শিংলা সাংবাদিকদের বলেন, ভারত আশা করে আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্যমূলক নির্বাচন হবে।
আগামী নির্বাচনে নিয়ে ভারত কোনো সংকট বা আশঙ্কা দেখছেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আগামী নির্বাচনকে সামনে রেখে কোনো নাশকতার আশঙ্কা দেখছে না ভারত। আমরা আশা করি সবার অংশগ্রহণে সুন্দর একটা নিবার্চন হবে।’