ভিআইপিরা গায়ের জোরে উল্টোপথে গেলে জ্যাম তো হবেই : কাদের

ঢাকা শহরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই শহরের যানজট মোকাবেলা করা। আমাদের দেশে পলিটিক্সটা যদি সঠিক হয়, তাহলে সব সেক্টরই সঠিক হয়ে যাবে। যদি আমরা রাজনীতিবিদরা সঠিক পথে থাকি, সবই সঠিক থাকবে। এখন আমি
ভিআইপি, আমি গায়ের জোরে রাস্তার উল্টোপথে যাবো, ট্র্যাফিক জ্যাম তো হবেই। বললেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ (রোববার) দুপুরে রাজধানীর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সোবহানবাগ ক্যাম্পাসে ‘কার্যকর ট্র্যাফিক ব্যবস্থাপনা : দেশের সার্বিক উন্নয়নের অনুঘটক’ শীর্ষক গোলটেবিল বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে তিনি কথা বলেন।

এ সমস্যার সমাধানের পথ উল্লেখ করে মন্ত্রী বলেন, যেই বাংলাদেশ আজকে সারা বিশ্বের বিস্ময়, শেখ হাসিনার আমলে উন্নয়ন অর্জনে।
সেই বাংলাদেশের রাজধানীতে আপনি গাড়িগুলোর চেহারা দেখুন, এতো গরীব চেহারা, এখানকার বাসগুলোর চেহার দেখলে আমাদের উন্নয়ন অর্জনে লজ্জা পাই। এখানে লেটেস্ট মডেলের সব আধুনিক গাড়ি আছে, তার পাশে ছাল-বাকল উঠে গেছে, মুড়ির টিনের মত কতগুলো গাড়ি চলে, ফিটনেস নেই, কিছুই নেই। ফিটনেস মাঝে মাঝে ঈদ চাঁদ আসলেই হয়। সিটিং সার্ভিস তো চিটিং হয়ে গেছে। আসলে আমাদের মানসিক পরিবর্তন দরকার।

গোলটেবিল বৈঠকের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড্যাফোডিল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান, বক্তব্য পেশ করেন ড্যাফোডিল ইউনিভার্সিটির উপাচার্য ইউসুফ এম ইসলাম, বাংলাদেশ ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ।