জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দেয়া রায়কে ফরমায়েশি রায় দাবি করে প্রত্যাখ্যান করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘খালেদা জিয়া ও বিএনপিকে দূরে রাখতেই এই রায় দেয়া হয়েছে। এই রায়ের ফলে সংলাপ ফলপ্রসুত হবে কিনা সংশয় রয়ে গেল।’
সোমবার নয়াপল্টনে রায় পরবর্তী সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এ সব কথা বলেন। সংবাদ সম্মেলনে রায়ের প্রতিবাদে আগামীকাল বুধবার সারা দেশের মহানগর ও জেলা শহরগুলোতে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে দলটি।
মির্জা ফখরুল বলেন, সাজার রায়ে বিএনপি বিস্মিত ও স্তম্ভিত, এ রায় অস্বাভাবিক ও সরকারের ইচ্ছারই প্রতিফলন। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে এবং তাকে রাজনীতি এবং আগামী নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতে বেআইনিভাবে সাজা দেয়া হয়েছে। আমরা রায় প্রত্যাখ্যান করছি।’