বিনা উস্কানিতে নেতাকর্মীদের ওপর সরকার পরিকল্পিত হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তবে তিনি নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে অবস্থান নিতে আহ্বান জানিয়েছেন।
আজ বুধবার দুপুরে নয়াপল্টন কার্যালয়ের সামনে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান।
রিজভী বলেন, দলের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করতে এসেছে। কিন্তু বিনা উস্কানিতে নেতা কর্মীদের ওপর হামলা করে পুলিশ।
তিনি বলেন, শেখ হাসিনার নির্দেশে নির্বাচন কমিশন পুলিশ দিয়ে এ হামলা চালাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।
রুহুল কবির রিজভী বলেন, তারা শান্তিপূর্ণ প্রাণের মেলার ওপর আঘাত করে অশান্তি সৃষ্টি করলো। আমরা কোনো আক্রমণ করি নাই। কিন্তু আমরা অশান্তি করবো না। পুলিশের এই আক্রমণের আমি প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি, তীব্র নিন্দা জানাচ্ছি।
এর আগে তৃতীয় দিনের মতো সকাল থেকে দলের মনোনয়নপত্র বিক্রি শুরু হয়। কিন্তু দুপুর ১টার দিকে বিএনপি অফিসের সামনে পুলিশ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এসময় বিক্ষুব্ধ বিএনপির নেতা-কর্মীরা পুলিশের টহল গাড়ি ও একটি মাইক্রোবাসে আগুন জ্বালিয়ে দেয়। এ সময় গুলির শব্দও শোনা যায়। সংঘর্ষে ৫০ জন আহত হন।