একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জে বিভিন্ন জোটের প্রার্থী বাচাইয়ের ক্ষেত্রে একের পর এক চমক সৃষ্টি হচ্ছে। হবিগঞ্জ-৪ আসনের সাবেক গভর্নর ড. ফরাশ উদ্দিন আওয়ামী লীগের মনোনয়ন কেনার চমকের পর এবার হবিগঞ্জ-১ আসনে আওয়ামী লীগ সরকারের প্রয়াত অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া ঐক্যফ্রন্টের মনোনয়ন সংগ্রহ করে নতুন চমক সৃষ্টি করেছে।
শাহ এ এম এস কিবরিয়া ২০০১ সালে হবিগঞ্জ-৩ (হবিগঞ্জসদর-লাখাই) আসনের সাংসদ ছিলেন।
এদিকে হবিগঞ্জ-১ আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জানিয়েছেন গণফোরাম থেকে মনোনয়ন সংগ্রহ করলে ধানের শীষ প্রতীক নিয়েই নির্বাচন করতে হবে।
এ বিষয়ে ড. রেজা কিবরিয়া সাংবাদিকদের জানান, আমি কখনও আওয়ামী লীগ করি নাই। আমার বাবা করতেন। কাজেই আমি আওয়ামী লীগ থেকে ছেড়ে আসা বলা যাবে না। আমার ড. কামাল হোসেনকে ভালো লাগে। তার সঙ্গে আমার দীর্ঘদিন পরিচয় তাই তার দল গণফোরাম থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছি।
উল্লেখ্য, ১৯৯৬ সালের আওয়ামী লীগ সরকারের সময় অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন ড. রেজা কিবরিয়ার পিতা মরহুম শাহ এ এম এস কিবরিয়া। এরপর ২০০১ সালের নির্বাচনে হবিগঞ্জ-৩ থেকে তিনি প্রথমবারের মত এমপি নির্বাচিত হন। এরপর ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় কিবরিয়াসহ ৫ জন নেতাকর্মী নিহত হন। এ ঘটনায় এখন পর্যন্ত দায়েরকৃত দুটি মামলার বিচার কার্য শেষ হয়নি।