নির্বাচনে প্রার্থীদের নদীরক্ষার অঙ্গীকার দেশের জন্য মঙ্গলজনক বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আজ শনিবার সকালে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে ‘নদী রক্ষা জোট’ আয়োজিত মানববন্ধনে ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের কাছে নদী রক্ষার প্রতিশ্রুতি চাই’ শীর্ষক দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে দেওয়া বার্তায় মন্ত্রী এ কথা বলেন।
মানববন্ধনে নদী রক্ষা জোটের সদস্য সচিব ও নদী নিরাপত্তার সামাজিক সংগঠন ‘নাঙর বাংলাদেশে’-এর সভাপতি সুমন শামস বলেন, ‘নদীমাতৃক বাংলাদেশের নদীরা আজ ভালো নেই। দখল-দূষণ থেকে আমাদের নদী বাঁচাতে না পারলে এ দেশ মরুমাতৃক হয়ে যাবে। তাই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রত্যেক রাজনৈতিক দলের প্রার্থীদের কাছে নদী রক্ষার প্রতিশ্রুতি চাই। পর্যায়ক্রমে সারা দেশের ভোটারদের কাছে আমরা এই আহ্বান ছড়িয়ে দিচ্ছি।’
নদী রক্ষা জোটের উপদেষ্টা তোফায়েল আহমেদ বলেন, ‘তরুণ-তরুণী বন্ধুরা আজ নদী রক্ষার জন্য জোট বেঁধেছে, আশার আলো দেখতে পাচ্ছি। আশা করি আমাদের সরকার এই নবীনদের কথা শুনবেন, ভাববেন।’
নদী রক্ষা জোটের আহ্বায়ক মিহির বিশ্বাস বলেন, ‘নদী রক্ষার জন্য এই জোটের সৃষ্টি হয়েছে। সারা দেশের নদী আজ দখল-দূষণের কবলে পড়ে বিপন্ন, মরুভূমি হয়ে যাচ্ছে। তাই আগামী সংসদ নির্বাচনে অংশগ্রণকারী প্রার্থীদের নদীর কথা মনে রেখে দেশরক্ষার প্রতিশ্রুতি দিতে হবে।’
মানববন্ধনে আরও বক্তব্য দেন- জোটের সদস্য জনাব মোহাম্মদ আলতাফ হোসেন, আমিনুল হক চৌধুরী, আর আই শেখর, স্বজন সাহা, সরকার সজীব, কে এন ইপ্সিতা, উম্মে সালমা, মীর মোকাদ্দেস আলী, সৈয়দ এনায়েত আলী, তাওহীদ ইসলাম মতিন প্রমুখ।