ড. কামাল হোসেন-মাহমুদুর রহমান মান্নাদের ‘বর্ণচোরা’ ও ‘ভণ্ড’ মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। স্বাধীনতাবিরোধী দল বিএনপির সঙ্গে তাদের ঐক্য করা ‘জাতির জন্য দুর্ভাগ্যের’ বলেও মন্তব্য করেছেন ১৪ দলের এই সমন্বয়ক।
আজ মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মুক্তিযুদ্ধের সংগঠন ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সঙ্গে ১৪ দলের মতবিনিময় শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
নাসিম বলেন, ‘ড. কামাল হোসেনরা একসময় আওয়ামী লীগে ছিলেন। বঙ্গবন্ধুর সান্নিধ্য পেয়েছিলেন। বঙ্গবন্ধু মন্ত্রীও করেছিলেন। সেই কামাল হোসেন এখন স্বাধীনতাবিরোধীদের জোটসঙ্গীদের সঙ্গে ঐক্য করেছেন। এটি আমাদের জন্য দুর্ভাগ্যের নয়, জাতির জন্য দুর্ভাগ্যের। আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ এসব বর্ণচোরা ভণ্ডদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে ব্যালটের মাধ্যমে।’
এ সময় নির্বাচন সামনে রেখে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে আহ্বান জানান ১৪ দলের এ মুখপাত্র।
তিনি বলেন, ‘একটা অপশক্তি আমাদের সংখ্যালঘু ভাইবোনদের ভয়ভীতি সৃষ্টি করার চেষ্টা করে। তাদেরকে অনেক সময় আঘাত করার চেষ্টা করে। আমাদের অনুরোধ থাকবে নির্বাচন কমিশনের কাছে, অবশ্যই যেহেতু নির্বাচন শুরু হয়ে গেছে, এখন থেকে আমাদের সংখ্যালঘু ভাইবোনরা যে সকল এলাকায় বসবাস করেন, সেসব এলাকাগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্যে। ’
এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর কাছেও সংখ্যালঘু সম্প্রদায়ের বসবাসরত এলাকাগুলোতে নির্বাচন পরবর্তীকালীন সময় পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা রাখতে আহ্বান জানান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম।
বিজয়ের মাসে নির্বাচন বিধায় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিরই জয় হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন নাসিম। তিনি বলেন, ‘আগামী ৩০ ডিসেম্বর মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিরই জয় হবে। এই মাস বিজয়ের মাস, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির মাস। ইনশাআল্লাহ ৩০ ডিসেম্বর বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অঙ্গীকারপত্র ঘোষণা করবেন। শেখ হাসিনার বিজয় সুনিশ্চিত হবে ইনশাআল্লাহ ।’