বিএনপির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জম হোসেন আলাল অভিযোগ করেছেন নির্বাচনী কর্মকর্তাদের তথ্য সংগ্রহ করছে স্থানীয় পুলিশ। তাদের অধিকাংশই আওয়ামী লীগের সমর্থক। আজ মঙ্গলবার নির্বাচন কমিশনে যায় বিএনপির এক প্রতিনিধি দল। সেখানে সংবাদমাধ্যমের সামনে এসব কথা বলেন আলাল।
তিনি বলেন, ‘অত্যন্ত দুঃখজনক ঘটনা, যেটা আমরা এই মুহূর্তে উনাদের (ইসি) কাছে কাগজ দেইনি কিন্তু আমরা দেব, আপনাদেরকে জানিয়ে রাখি খুলনার হরিণঘাটা থানায় যারা নির্বাচনী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন তেমন ৭৫ জনের একটি তালিকা পুলিশ কর্তৃপক্ষ লিখিত আকারে তাদের উচ্ছপদস্থ কর্মকর্তাদের কাছে জমা দিয়ে বলেছেন, যে পুলিশ নাকি সেখানে তথ্য সংগ্রহ করেছে, এ দায়িত্বপ্রাপ্ত কর্কমর্তাদের সঙ্গে কথা বলে এবং অন্যান্যভাবে অনুসন্ধান করে জানতে পেরেছেন যে এই ৭৫ জনের মধ্য ৬৪ জনই হচ্ছে আওয়ামী লীগের সমর্থক। এবং তার পাশে লিখে দিয়েছেন নৌকার সমর্থক-আওয়ামী লীগের সমর্থক। সেই কাগজটি পুরোপুরি আমাদের হাতে আসার পরে আমরা আপনাদের কাছে দেব।’
নির্বাচন কমিশন পুরোপুরি দায়িত্ব পালন করতে পারছেন না-এ কথা উল্লেখ করে বিএপির এই নেতা বলেন ‘আমাদের কথা হচ্ছে অত্যন্ত পরিষ্কার এবং স্পষ্ট। নির্বাচন কমিশনের যে ভূমিকা পালন করা দরকার তারা চেষ্টা করছে মাঝে মাঝে ঝাঁড়া দিয়ে ওঠার কিন্তু কেন যেন তারা পারছে না।’
নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে পারেনি বলেও অভিযোগ করেন এই বিএনপি নেতা। তিনি বলেন, ‘নির্বাচন কমিশন যদি সঠিকভাবে এগুলোকে অপসারণ করতে না পারেন, আমরা থাকব গিরিপথে কিংবা পাহড়ের একদম নিম্ন পদে আর সরকারি কিংবা তাদের জোট শরিকরা থকাবে পর্বত শৃঙ্গে।’