আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের মনোনয়ন চিঠির সঙ্গে প্রত্যাহার চিঠিতেও স্বাক্ষর নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ রোববার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিং এ কথা জানান কাদের।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, অনানুষ্ঠানিকভাবে আজ দল থেকে মনোনীত ২৩০ আসনে মনোনীত প্রার্থীদের চিঠি দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে সবার চিঠি দেওয়া হবে।
ওবায়দুল কাদের বলেন, তবে কোনো কোনো আসনে বিকল্প হিসাবে দুজন বা তিনজনকে চিঠি দেওয়া হচ্ছে। তবে প্রত্যাহারের সময় এ ধরনের আসনগুলোয় প্রার্থী নির্দিষ্ট হবে। আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া প্রার্থীদের মনোনয়ন চিঠির সঙ্গে প্রত্যাহার চিঠিতেও স্বাক্ষর নিয়ে রাখা হচ্ছে।
আগামীকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় আনুষ্ঠানিকভাবে মহাজোটের শরিকদের নিয়ে একযোগে ৩০০ আসনের প্রার্থী ঘোষণার করা হবে বলেও জানান ওবায়দুল কাদের।
সংবাদ ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, মহিবুল হাসান চৌধুরী নওফেল, উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।