বিএনপি নির্বাচন কমিশনকে (ইসি) হুমকি-দমকি দিয়ে ভয় দেখিয়ে ফায়দা লুটতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
নির্বাচন কমিশনারদের উদ্দেশ্যে তিনি বলেছেন, ‘কারো হুমকি ও চোখ রাঙানিতে নির্বাচন কমিশনকে ভয় পাওয়ার কারণ নেই। আপনার নিরপেক্ষতা বজায় রেখে নির্বাচন পরিচালনা করুন।’
সোমবার (২৬ নভেম্বর) দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যালয়ে ‘মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মেয়র মোহাম্মদ হানিফের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।
‘ঐক্যফ্রন্টের নির্বাচনে জয় লাভ করতে নির্বাচন কমিশন বাঁধা’- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এ মন্তব্য কঠোর সমালোচনা করে হানিফ বলেন, ‘ফখরুল নিজের আসনে জয় লাভ করতে পারবেন কিনা আগে সেটা খোঁজ করে দেখুন।’
আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘নির্বাচনে অংশ নিয়েই জয় লাভের স্বপ্ন দেখছেন। আসলে পাগলের সুখ মনে মনে। আমি জানতে চাই কোন কারণে দেশের জনগণ আপনাদের ভোট দিবে। আপনাদের কি অর্জন রয়েছে। ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় থেকে দেশকে দুর্নীতি -দুঃশসান ও জঙ্গি-সন্ত্রাসের রাষ্ট্রে পরিণত করেছিলেন। ২০০৪ সালে আওয়ামী লীগের নেতৃত্ব ধ্বংস করতে গ্রেনেট হামলা চালিয়ে ছিলেন।’
তিনি বলেন, ‘দেশের মানুষ কি আপনাদেরকে পুনরায় ক্ষমতায় এনে মানুষ হত্যা, জঙ্গি- সন্ত্রাসের রাষ্ট্র কায়েম করতে চাইবে।’
বিএনপি নির্লজ্জ মিথ্যাচার করে দেশের জনগণকে বিভ্রান্ত করছে মন্তব্য করে আওয়ামী লীগের এ মুখপাত্র বলেন, ‘নূন্যতম লজ্জা থাকলে বিএনপির নেতারা মিথ্যাচার করতো না। আপনাদের প্রতি অনুরোধ মিথ্যাচার করা থেকে দূরে থাকুন।’
হানিফ বলেন, ‘বিএনপি ও ঐক্যফ্রন্টের নেতা বলেছেন দেশে নির্বাচন হবে কিনা সন্দেহ রয়েছে। আমি জানতে চাই আপনাদের সন্দেহ কেনো।’
দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল হাসনাতের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবু আহমেদ মান্নাফি, সাংগঠনিক সম্পাদক হেদায়েতুল ইসলাম স্বপন প্রমুখ।