সাতক্ষীরা-৪ আসনে আওয়ামী লীগ থেকে ফের মনোনয়ন পেয়েছেন জগলুল হায়দার। নির্বাচিত হবার পর থেকেই তার জনসেবার বেশ কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার তৈরি করে। কখনও লুঙ্গি ও স্যান্ডো গেঞ্জি পরে, কোমর ও মাথায় গামছা বেঁধে মাটি ফেলার কাজ করতে দেখা যায়। এবার তাকে দেখা গেল ধান ক্ষেতে।
তার ফেসবুকে ধান কাটার কয়েটি ছবি শেয়ার দিয়ে তিনি লিখেছেন, ‘আমন ধান চাষ বৃদ্ধিতে কৃষকদের উৎসাহিত করতে আজ সকালে পৈতৃক জমিতে নিজ হাতে পাকা ধান কেটেছি। সকলের উদ্দেশ্যে বলি, “জননেত্রী শেখ হাসিনার সরকার কৃষি বান্ধব সরকার, তাই কৃষকদের সাথে কাজে শরিক হয়েছি।” এ সময় উপস্থিত সকলের কাছে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্য দোয়া চাই।’
তিনি প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমি নির্বাচিত হওয়ার পর সাধারণ মানুষের সঙ্গে মিশে বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশ নিয়েছি। এতে সাধারণ মানুষের কষ্টটা বুঝেছি। আর আমি কাজ করায় তারাও উৎসাহিত হয়েছেন।
আলোচিত এই নেতা বলেন, আশা করছি, জনগণ আমাকে পুনরায় সেবার সুযোগ দিবেন।
উল্লেখ্য, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।