জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ হাসপাতাল থেকে হঠাৎ পার্টি অফিসে হাজির হয়েছিলেন বৃহস্পতিবার। বলেছেন, আজ বলতে এসেছি, আমাকে কেউ দমিয়ে রাখতে পারবে না। আমি এগিয়ে যাবো৷
বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর বনানীতে নিজের রাজনৈতিক কার্যালয়ের সামনে গাড়িতে বসে এমন কথা বলেন এরশাদ।
তিনি বলেন, আমার বয়স হয়েছে, চিকিৎসা করতে দিবে না। বাইরে যেতে দিবে না। মৃত্যুকে ভয় করি না।
মাত্র কয়েক মিনিটের জন্য কর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান।
তিনি বলেন, তোমাদের কোনো ভয় নেই। জাপা তোমাদের মাঝে বেঁচে থাকবে। জাপা চিরদিন নির্বাচন করেছে, এবারও করবে।
তিনি বলেন, পুরনো মহাসচিবকে (রুহুল আমিন হাওলাদার) ভালোবাসতাম। নতুন মহাসচিবকে (মসিউর রহমান রাঙ্গা) তোমরা ভালোবেস৷ সে নতুন, তাকে সাহায্য করো।
এরশাদ বলেন, বেঁচে আছি, বেঁচে থাকব। ২৭ বছর ধরে রাস্তায় রাস্তায় ঘুরেছি, পার্টি ছাড়ি নাই৷ সব নির্ভর করে তোমাদের ওপর। কেউ পার্টি ছেড়ে যেও না, আমাকে প্রতিশ্রুতি দাও৷
তিনি বলেন, আমার ব্লাড শর্টেজ রয়েছে, একটু বাসায় যাচ্ছি খেতে।
এ সময় এরশাদের কার্যালয়ের সামনে কর্মীরা স্লোগান ধরেন। বলেন, ‘এরশাদের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন।’