চিকিৎসার জন্য রাতেই সিঙ্গাপুর যাচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ। সরকারি অনুমোদনের (জিও) অপেক্ষায় প্রহর গুনছিলেন তিনি। অনুমোদন পাওয়ায় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলুকে নিয়ে সিঙ্গাপুর যাচ্ছেন এরশাদ।
সোমবার রাত ১০টা ৪৫ মিনিটে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়বেন জাপা চেয়ারম্যান।
জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান এ তথ্য নিশ্চিত করেছেন।
মনোনয়ন জমা, চূড়ান্ত মনোনয়ন প্রভৃতি গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে অসুস্থ হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হন এরশাদ।
এরপর বৃহস্পতিবার হঠাৎ হাসপাতাল থেকে পার্টি অফিসে হাজির হন তিনি। নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আজ বলতে এসেছি, আমাকে কেউ দমিয়ে রাখতে পারবে না। আমি এগিয়ে যাবো৷ আমার বয়স হয়েছে, চিকিৎসা করতে দিবে না। বাইরে যেতে দিবে না। মৃত্যুকে ভয় করি না।
মাত্র কয়েক মিনিটের জন্য কর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান। তিনি বলেন, তোমাদের কোনও ভয় নেই। জাপা তোমাদের মাঝে বেঁচে থাকবে। জাপা চিরদিন নির্বাচন করেছে, এবারও করবে।
তিনি বলেন, পুরনো মহাসচিবকে (রুহুল আমিন হাওলাদার) ভালোবাসতাম। নতুন মহাসচিবকে (মসিউর রহমান রাঙ্গা) তোমরা ভালোবেসো৷ সে নতুন, তাকে সাহায্য করো।