তিনদিনের মধ্যে প্রতিবেদন চেয়ে আইজিপিকে ইসির চিঠি

Election Commission Bangladesh-বাংলাদেশ নির্বাচন কমিশন
Election Commission Bangladesh-বাংলাদেশ নির্বাচন কমিশন

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ড. কামাল হোসেনের গাড়িবহরে হামলার ঘটনায় আইজিপিকে তিনদিনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন নির্বাচন কমিশনে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ইসি।

আজ সোমবার নির্বাচন কমিশনের যুগ্ম-সচিব আবুল কাশেম স্বাক্ষরিত একটি চিঠি আইজিপিকে পাঠানো হয়েছে।

নির্বাচন কমিশনের যুগ্ম-সচিব আবুল কাশেম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ঢাকা-২ আসনের প্রার্থী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আমানউল্লাহ আমানের ছেলে ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি তার আহত কর্মীদের নিয়ে সিইসির কাছে অভিযোগ জানান।নির্বাচনী এলাকায় গণসংযোগ চালাতে গেলে তার উপর হামলা হয়েছে বলে অভিযোগ করেন ইসিতে।

অভিযোগ উল্লেখ করা হয়, তিনি ঢাকা-২ আসনের জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী। সোমবার তিনি সাভার উপজেলার আমিনবাজারে গণসংযোগ চালাতে গেলে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশ্যে হামলা ও গাড়ি ভাঙচুর করে। এতে তার অনেক নেতাকর্মী আহত হন। এমনকি পুলিশ অনেককে গ্রেপ্তার করে। চিঠিতে তিনি গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবি করেন। আহত কর্মীদের সুচিকিৎসা ও ভাংচুরকৃত গাড়ির ক্ষতিপূরণও চান।

লিখিত দাবিতে তিনি আরও উল্লেখ করেন, এর আগেও আমি এই ধরনের অভিযোগ করেছিলাম। কিন্তু প্রধান নির্বাচন কমিশনারের কাছে কোনও প্রতিকার পাইনি।