একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশকে নৌকার প্রার্থীদের আস্থাকেন্দ্র বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
আজ বৃহস্পতিবার রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
রিজভী বলেন, ‘ধানের শীষের নির্বাচনী প্রচারণার সময় শুধু আওয়ামী সন্ত্রাসীরাই নয়, যৌথভাবে পুলিশও গুলি চালাচ্ছে। পুলিশের গুলিতে আহত হচ্ছেন বিএনপি’র হেভিওয়েট নেতারা। গ্রেপ্তার করা হচ্ছে প্রার্থীদেরকে। প্রায় দশ জনের মতো ধানের শীষের প্রার্থী এখন কারাগারে। জনগণ নয়, পুলিশই নৌকা মার্কার প্রার্থীদের আস্থাকেন্দ্র।’
এ সময় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা-গ্রেপ্তারের বিষয়ে বিএনপির এই নেতা বলেন, ‘নেতাকর্মীদের বিরুদ্ধে এত মামলা, হামলা, গ্রেপ্তারের পরে তারা অটুট মনোবলে নির্বাচনী যুদ্ধে নিয়োজিত আছে। সারা দেশে ধানের শীষের প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় নেতাকর্মী-সমর্থকদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর মদদে ও ছত্রছায়ায় আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালাচ্ছে, নেতাকর্মীদের আহত করছে, বাড়িতে বাড়িতে তল্লাশীর নামে পুলিশী তাণ্ডব ও গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে।’
এ ছাড়া নির্বাচনী প্রচারণার সময় প্রচারের মাইক ভেঙ্গে ফেলা হচ্ছে,লম্বা বাঁশের উপরে কাঁচি লাগিয়ে ধানের শীষের পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে, ধানের শীষের নির্বাচনী ক্যাম্পগুলো ভাঙচুর, এমনকি প্রচারপত্র যে প্রেস থেকে ছাপানো হচ্ছে, সেই প্রেসে গিয়ে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীরা হামলা করেছে বলেও জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।
রুহুল কবির রিজভী বলেন, ‘জীবনের নিরাপত্তা চেয়েও পাচ্ছেন না ধানের শীষের প্রার্থী ও প্রার্থীর সমর্থকরা। বিএনপি নেতাকর্মীরা এখন চরম উৎকণ্ঠার মধ্যে জীবন-যাপন করছে।’