লক্ষ্মীপুর-৩ সদর আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী বিএনপি’র কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির প্রচারণায় বাধা দেয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি’র মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এ্যানিসহ উভয় পক্ষের আহত হয়েছে অন্তত ২০ জন।
সোমবার সকাল সাড়ে ১১টার দিকে নদর উপজেলার কুশাখালী ইউনিয়নের শান্তির হাট বাজারে এ ঘটনা ঘটে। পরে পুলিশ কয়েকটি রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
বিএনপির নেতাকর্মীরা জানায়, এ্যানি ধানের শীষের গণসংযোগ করার সময় তার প্রচারণায় বাধা দেয় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে এ্যানিসহ দু’পক্ষের ২০ জন আহত হন।
এ বিষয়ে এ্যানি বলেন, পুলিশের উপস্থিতিতে এ হামলা হয়েছে। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করে আগামীকাল বিএনপি প্রতিবাদ কর্মসূচি পালন করবে।
এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ২ রাউন্ড গুলি ছোড়ে। জিজ্ঞাসাবাদের জন্য ৬ জনকে আটক করা হয়েছে। অভিযান চলছে।