একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। রোববার দিনগত রাতে ইসি থেকে একাদশ জাতীয় নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।
রোববার (৩০ ডিসেম্বর) অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের ভোটে ২৯৯টি আসনের ২৬৫টি পেয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। গেজেট প্রকাশের পর নির্বাচন কমিশন ঘোষিত বেসরকারি ফল আনুষ্ঠানিক বলে বিবেচিত হবে।
নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ জানিয়েছেন দুদিনের মধ্যে একাদশ জাতীয় নির্বাচনের ফল নিয়ে গেজেট প্রকাশ করা হবে।
এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থীদের তালিকা নির্বাচন কমিশন (ইসি) ভবনে টাঙানো হয়েছে। সোমবার সকাল ৭ টায় ইসির মূল ভবনের সামনে সকল জেলার বিজয়ী প্রার্থীর নাম, প্রতীক ও প্রাপ্ত ভোটের বিবরণ বোর্ডে ঝুলিয়ে দিয়েছে ইসি।