বিএনপি একাদশ সংসদে যাবে বলে ধারণা করছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, ‘বিএনপির এখনো সংসদে যাওয়ার সময় আছে। তারা যে একেবারেই সংসদে যাবে না, তা মনে করি না। বিএনপির শুভবুদ্ধির উদয় হবে। যে সময় আছে, সে সময়ের মধ্যেই বিএনপি সংসদে যাবে।’
বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সকালে নিজ নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বিএনপি যদি সংসদে না যায়? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘যদি বিএনপি সংসদে না যায়, তাহলে জনগণই দেখবে তাদের কী পরিণতি হয়। আমার এ বিষয়ে বলার কিছু নেই।’
নির্বাচন নিয়ে টিআইবির দেয়া প্রতিবেদন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন,‘সংসদ নির্বাচন নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রতিবেদন নিয়ে মন্ত্রী কোনো মন্তব্য করতে চাননি। যতক্ষণ না পর্যন্ত ওই প্রতিবেদন হাতে না পাব, ততক্ষণ কিছু বলব না।’
যুদ্ধাপরাধীদের পরিবারের সম্পদ বাজেয়াপ্ত করার কাজ গত বছর থেকেই শুরু হয়েছে। এখন এটা চূড়ান্ত করার পালা বলেও জানান সরকারের এই প্রভাবশালী মন্ত্রী।
এ সময় আইনমন্ত্রীর সঙ্গে আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, কসবা উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক রাশেদুল কায়সার ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।