সাধারণ শিক্ষাথীদের ওপর আজও হাতুড়ি ও হেলমেট বাহিনী হামলা চালিয়েছে বলে মন্তব্য করেছেন ডাকসু’র নবনির্বাচিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নূর। আজ মঙ্গলবার দুপুর ২টা ৪০ মিনিটে টিএসসিতে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি।
নূর বলেন, ‘তারা ডাকসু নির্বাচনে আমাকে আটকাতে পারেনি, বাকিদের পেরেছে। বস্তাভরা ব্যালট আমরা দেখিয়েছি। তবুও প্রশাসন বলছে ভোট সুষ্ঠু হয়েছে।’
হামলার বিষয়ে ডাকসু ভিপি নূর বলেন, ‘হাতুড়ি হেলমেট বাহিনী আজও হামলা করেছে। এসব করবেন না, জ্বলে পুড়ে ছাড়খার হয়ে যাবেন। ভিপি নির্বাচিত হয়েছি। তবু সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন করে যাব।’
ঢাবির প্রশাসনকে উদ্দেশ্য করে নূর বলেন, ‘ছাত্রদের অধিকার নিয়ে খেলবেন না। ভিপি ছাড়া অন্য পদগুলোর জন্য পুণরায় নির্বাচন চাই, এই আন্দোলন চলবে।’
‘সাধারণ শিক্ষার্থীরা ভোট দিতে পারেনি। আমরা যেহেতু এত কারচুপির পরও জিতেছি। তাই মনে করি আমরা নৈতিকভাবেই জয়লাভ করেছি। অন্যগুলোতে জিতিয়ে দেয়া হয়েছে। আমরা ভিসির কাছে চারটি দাবি করেছি, তারা একটিও মানেননি। তাই সব সংগঠনের সাথে কথা বলে আমরা পরবর্তীতে জানাবো।’