বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির বক্তব্যের পর নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম হু হু করে বাড়ছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে।
আজ বুধবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী।
বিএনপির এই নেতা বলেন, ‘মিডনাইট ভোটের সরকারের মন্ত্রীরা যা বলেন, সঙ্গে সঙ্গে তার উল্টোটা ঘটে। কদিন আগে বাণিজ্যমন্ত্রী ঘটা করে সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করেছিলেন-রমজানকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বাড়বে না। তার পরদিনই হু হু করে দাম বেড়েছে প্রায় সকল পণ্যের।’
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের এই মূল্য বৃদ্ধিতে অল্প আয়ের মানুষরা রমজানের আগে আঁতকে উঠছে বলেও জানান রিজভী। তিনি বলেন, ‘পবিত্র রমজানের প্রাক্কালে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ সরকারকে ধিক্কার জানাই।’
এ সময় ওয়াসা কর্তৃপক্ষের তীব্র নিন্দা জানিয়ে রিজভী বলেন, ‘অবৈধভাবে যারা ক্ষমতায় থাকে তারা কখনই জনস্বার্থ দেখে না, জনকল্যাণ করতে পারে না। সারা ঢাকা শহরে ওয়াসার দূষিত পানির সরবরাহে জনজীবন এখন ভয়ঙ্কর রকম সংকটাপন্ন হয়ে পড়েছে। ওয়াসা কর্তৃপক্ষ এ বিষয়ে নির্বিকার।’
‘দেশে অনাচার-বিচারহীনতা, নারী-শিশু নির্যাতনসহ অপরাধ ও নিয়ম বহির্ভূত আচরণ এক ভয়ঙ্কর রুপ ধারণ করেছে। এতে ভেঙে পড়েছে সমাজের বন্ধন। আর এই ভেঙে পড়ার কারণেই নৈরাজ্য চরম আকার ধারণ করেছে। এসব অপরাধের পেছনে যারা জড়িত তারা অধিকাংশই ক্ষমতাসীন দলের লোক। কিন্তু এরা ক্ষমতার শীর্ষে বসা লোকজনদের আনুকূল্য পাচ্ছে’ বলেও জানান তিনি।
বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, ‘নির্বাচন কমিশন, প্রশাসন, পুলিশ, আইন সবই সরকারের আজ্ঞাবাহী। এরা বেআইনি কার্যক্রম অবাধে চালাতে লাইসেন্স পেয়েছে সরকারের কাছ থেকে। যুক্তি, মানবতা ও আইনসম্মত আচরণের বদলে অনাচারে লিপ্ত দলীয় সন্তানরা সরকারের সর্বোচ্চ জায়গা থেকে সব সময় উস্কানি পেয়েছে।’