বিএনপির দুই-একজন সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নিলেও এই সরকার কোনো বৈধতা পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মহিলা দলের মানববন্ধনে তিনি এ কথা বলেন।
মওদুদ বলেন, ‘একজন জাহিদ হোসেন (জাহিদুর রহমান) গেছেন, যদি আরও দুই একজন যান তাতেও সরকারের কী সুবিধা হবে জানি না। তবে দেশের মানুষ জানবে এর কারণে সেই সংসদের বৈধতা কখনই আসবে না।’
সরকারের অত্যাচার ও নির্যাতনের ফলে বিএনপি আরও শক্তিশালী হচ্ছে বলেও মন্তব্য করেন ব্যারিস্টার মওদুদ।
এ সময় খালেদা জিয়ার মুক্তির বিষয়ে বিএনপির এই নেতা বলেন, ‘প্রধানমন্ত্রী আইনজীবীদের বিরোধিতা না করার নির্দেশ না দিলে খালেদা জিয়ার জামিনে মুক্তি পেতে পারেন।’
গত বৃহস্পতিবার বিএনপির দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে সংসদ সদস্য হিসেবে শপথ নেন ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ জাহিদুর রহমান। এরপর থেকেই বেশ চাপে আছেন বিএনপি।