গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক জোটের হরতালে নৈতিক সমর্থন দিয়েছে বিএনপি। তবে হরতালে মাঠে থাকার কোনো ইঙ্গিত দেয়নি দলটি।
শনিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাম জোটের হরতালকে ইঙ্গিত করে বলেন, জনগণের সব দাবিকেই তারা সমর্থন দেবেন।
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির এক মানববন্ধন থেকে এ নৈতিক সমর্থনের কথা জানান। এর আগেও সিপিবি, বাসদ বা বাম জোটের হরতালে নৈতিক সমর্থন দিলেও কখনও মাঠে দেখা যায়নি দলটিকে।
সম্প্রতি এনার্জি রেগুলেটরি কমিশন গ্যাসের দাম গত ৩২.৮ শতাংশ বাড়িয়েছে। এই সিদ্ধান্তকে অযৌক্তিক আখ্যা দিয়ে রোববার হরতাল ডেকেছে সিপিবি-বাসদসহ বাম গণতান্ত্রিক জোটভুক্ত ৮টি রাজনৈতিক দল।
বিএনপি নিজে কর্মসূচি না দিয়ে বামদের হরতালে সমর্থন দেয়া প্রসঙ্গে ফখরুল বলেন, বামপন্থীদের হরতালকে বিএনপি নৈতিকভাবে সমর্থন করে। গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক। এতে করে জনগণের কষ্ট আরও বাড়বে। তাই বামদের এই হরতাল নৈতিক সমর্থন দিচ্ছে বিএনপি।