ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বলেছেন, মশা নিয়ে কোনো রাজনীতি কাম্য নয়। এটি রাজনীতির বিষয়ও নয়।
মেয়র বলেন, নগর কর্তৃপক্ষ ডেঙ্গু মোকাবিলায় কোনো ফাঁদে পা দেবে না। কর্তৃপক্ষ সিটি করপোরেশনের সব নাগরিককে সঙ্গে নিয়ে পরিস্থিতি মোকাবিলা করবে। মঙ্গলবার (২৩ জুলাই) সিটি করপোরেশন প্রাঙ্গণে ডেঙ্গু বিষয়ে রোডশোর উদ্বোধনী বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এর আগে গত রবিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘আওয়ামী লীগ ১৯৯৭ সালে মরণঘাতী ডেঙ্গু জ্বর আমদানি করেছে। তখন থেকে এ এডিস মশা ছড়িয়ে পড়ে ব্যাপকভাবে।’ ডেঙ্গু প্রতিরোধে সরকারের কার্যকর কোনো উদ্যোগ নেই বলেও জানান তিনি।
মেয়র বলেন, ‘সার্বিক পরিস্থিতি, আবহাওয়ার তথ্য উপাত্ত বিশ্লেষণ করে আশা করছি, আগামী সপ্তাহ থেকে ডেঙ্গু আক্রান্ত নতুন রোগীর সংখ্যা কমে আসবে।’
সিটি করপোরেশন সার্বিক শক্তি দিয়ে ডেঙ্গু মোকাবিলায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলেও জানান ডিএসসিসি মেয়র সাঈদ খোকন।