বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমি কখনও কোন ফেসবুক অ্যাকাউন্ট খুলিনি। আমার কোন ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট নেই। আমার নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে বিভিন্ন মতামত প্রকাশ করছে।
মঙ্গলবার বিএনপির সহ দপ্তর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
এর আগেও কে বা কারা মির্জা ফখরুলের নামে ফেসবুক অ্যাকাউন্ট খুলে তার নামে বিভিন্ন মন্তব্য করলে বিবৃতি দিয়ে তার প্রতিবাদ করেছিল বিএনপি।
বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, “আমি গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, আমার নামে আবারও একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে বিভিন্ন বক্তব্য, মন্তব্য, মতামত প্রকাশ করা হচ্ছে। আমি অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই যে, আমি কখনো কোন ফেসবুক অ্যাকাউন্ট খুলিনি এবং আমার কোন ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট নেই।’
তিনি বলেন, ‘সুতরাং এই ভুয়া অ্যাকাউন্টের কোনও মতামতের সঙ্গে আমার কোনও সংশ্লিষ্টতা নেই এবং এর কোনও দায় দায়িত্ব আমার নেই। যারা এই ভুয়া অ্যাকাউন্ট খুলে আমার নামে ব্যবহার করছেন তারা অন্যায় ও অনৈতিক কাজ করছেন। আমি আশা করবো-এই জঘন্য কর্ম থেকে তারা বিরত থাকবেন। এছাড়া ফেসবুক কর্তৃপক্ষকে অনুরোধ করছি এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য।’