ডেঙ্গু নিয়ে সিটি করপোরেশন ও স্বাস্থ্য মন্ত্রণালয় সমালোচনার মুখে থাকলেও সরকারের আন্তরিকতায় ঘাটতি দেখছেন না প্রধান বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের।
রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু আক্রান্তদের দেখার পর এ কথা বলেন তিনি।
জিএম কাদের বলেন, পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। তিনি আশাবাদী শিগগির পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।
হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর জাপার চেয়ারম্যানের দায়িত্ব নেওয়া জিএম কাদের বলেন, সরকার আন্তরিকভাবে কাজ করছে ডেঙ্গু মোকাবেলায়। ডেঙ্গু মোকাবেলায় সরকার সর্বাত্মক চেষ্টা করছে, এতে সন্দেহের অবকাশ নেই।
জাপা চেয়ারম্যান বলেন, ডেঙ্গুর ভয়াবহতা কমে যাচ্ছে। তবে পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে তা বলা যাবে না। সরকারকে এদিকে আরও দৃষ্টি দিতে হবে। ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আরও বাড়লে তা হবে উদ্বেগজনক।
জিএম কাদের হাসপাতালে কয়েকজন ডেঙ্গু আক্রান্তের সঙ্গে কথা বলেন। তাদের চিকিৎসার খবর নেন। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার একেএম নাসির উদ্দিন আহমেদ। জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন।