বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যে অনিয়ম হচ্ছে তা সামগ্রিক শাসন ব্যবস্থার প্রতিফলন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘সরকার যেভাবে দেশ চালাচ্ছে, তাতে তো কারো জবাবদিহিতা নেই।’
আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির যৌথ সভায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘প্রত্যেকটা ফেডারেশন এখন মানি আর্নিংয়ের ব্যবস্থা হয়ে গেছে। এবং এই দুঃশাসন ছাড়া তাদের আর কোনো সুশাসন নেই। প্রতিটি ক্লাবে ক্যাসিনো চলছে নীতি-নির্ধারকরা জানেন না, তা অবিশ্বাস্য।’
সংবাদ সম্মেলনে ক্রিকেটার সাকিব আল হাসানের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, ‘সাকিবের বিষয়টি দুর্ভাগ্য। তার সঙ্গে এমন ঘটনায় ক্রিকেট অনুরাগীরা ব্যথিত।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার কথা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘খালেদা জিয়ার অবস্থা মারাত্মক খারাপ হলেও হাসপাতালের পরিচালকরা তা অস্বীকার করছেন।’
এসময় বাংলাদেশের বাণিজ্য নিয়ে বিশ্বের কাছে নির্ভরতা বাড়ছে, যা নতজানু হওয়ার বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।