শহীদ নূর হোসেনকে নিয়ে কটূক্তি করায় সংসদে জাতির কাছে ক্ষমা চেয়েছেন জাতীয় পার্টির মহাসচিব ও সংসদ সদস্য মশিউর রহমান রাঙ্গা।
বুধবার জাতীয় সংসদে তিনি বলেন, মাননীয় স্পিকার আমি একটা ভুল করেছি, এজন্য আমি ক্ষমাপ্রার্থী। এসময় তিনি আরও বলেন, জাতির পিতাকে নিয়ে কিছু বলে থাকলেও ক্ষমাপ্রার্থী।
গত রবিবার জাতীয় পার্টির বনানীর কার্যালয়ে এরশাদ বিরোধী আন্দোলনে নিহত শহীদ নূর হোসেন মাদকাসক্ত ছিলেন বলে মন্তব্য করেন রাঙ্গা। এসময় তিনি দাবি করেন, নূর হোসেন ইয়াবাখোর, ফেনসিডিলখোর ছিলেন।
জাতীয় পার্টির মহাসচিবের এই মন্তব্যের পর সমালোচনা শুরু হলে নূর হোসেনের মায়ের কাছে দুঃখ প্রকাশও করেন মশিউর রহমান রাঙ্গা।