বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘স্বাধীনতার ৪৮ বছর পেরিয়ে গেলেও জনগণের মুক্তি এখনও আসেনি। দেশের গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে বর্তমান ভোটারবিহীন সরকার। স্বাধীন দেশে মানুষ আজ দিশেহারা। আজ এক বুক বেদনা আর ক্ষোভ নিয়ে বিজয়ের এই র্যালিতে অংশ নিয়েছি।’
মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেল ৩টায় নয়াপল্টনে দলের বিজয় র্যালির উদ্বোধন ঘোষণার সময় সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘স্বাধীনতার ৪৮ বছর পরে সেই চেতনা ভেঙে খান খান হয়ে গেছে। গণতন্ত্রের চেতনা, আকাঙ্ক্ষাকে দখলদার সরকার লুট করে নিয়েছে। যারা গণতন্ত্রের কথা বলেন, তাদেরকে কারাগারে থাকতে হয়। লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা দিয়ে গোটা দেশকে কারাগারে পরিণত করেছে এই সরকার।’
ফখরুল বলেন, ‘৪৮ বছর পরে রাজাকারের তালিকা কী প্রয়োজনে তৈরি করা হয়েছে? সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়েই এ তালিকা প্রকাশ করা হয়েছে। মুক্তিযুদ্ধকে পণ্য হিসেবে ব্যবহার করছে সরকার। প্রকৃত রাজাকারকে বাদ দিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে তালিকা করেছে সরকার।’
দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘খালেদা জিয়া মুক্ত না হলে গণতন্ত্রও মুক্ত হবে না। আন্দোলনের মধ্য দিয়ে সরকারের পতন ঘটিয়ে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।’
এদিকে মির্জা ফখরুল র্যালির উদ্বোধন ঘোষণার পরই মহান বিজয় দিবসের এই বিশাল র্যালিটি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বের হয়ে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণে নাইটেঙ্গেল-কাকরাইল মোড় হয়ে মালিবাগের দিকে অগ্রসর হচ্ছে। খালেদা জিয়া ও তারেক রহমানসহ দলের নেতাকর্মীদের মুক্তির দাবিতে স্লোগান উঠেছে র্যালি থেকে।