ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতায় আগ্রহীদের মধ্যে বধুবার (২৫ ডিসেম্বর) থেকে মনোনয়নপত্র দেবে বিএনপি।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।
এই বিবৃতিতে বলা হয়েছে, সকাল ১০ টায় রাজধানীর নয়াপল্টনে মহানগর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হবে। যা চলবে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেল ৫ টা পর্যন্ত। মনোনয়নপত্র বিতরণ ও পূরণ করা মনোনয়নপত্র গ্রহণ একই সঙ্গে চলবে।
এছাড়া কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী বিএনপির প্রার্থীদেরকে যথাসময়ে রাজধানীর নয়াপল্টন বিএনপির মহানগর কার্যালয় থেকে (ভাসানী ভবন) দলীয় মনোনয়ন ফরম তুলতে ও জমা দিতে অনুরোধ করা হয়েছে।
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী ৩০ জানুয়ারী ২০২০, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।