ঢাকাটাইমস অনলাইন ও দৈনিক ঢাকা টাইমস এবং সাপ্তাহিক এই সময়’র সম্পাদক আরিফুর রহমান দোলনের বাবা এবং বিশিষ্ট সমাজসেবক এ এফ এম ওবায়দুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার ( ৩০ ডিসেম্বর) বাদ আসর মরহুমের নিজ গ্রাম ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কামারগ্রাম কাঞ্চন একাডেমি প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে কামারগ্রাম কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
জানাজা নামাজে মরহুমের একমাত্র ছেলে আরিফুর রহমান দোলন, ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এস এম মোশাররফ হোসেন মুশা মিয়া, ফরিদপুর জেলা কৃষক লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য শেখ শহীদুল ইসলাম শহীদ, আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান জাহিদ, আলফাডাঙ্গা পৌর মেয়র সাইফুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আকরামুজ্জামান, আশরাফ উদ্দীন তারা, আব্দুর রউফ তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ছোলায়মান আহমেদ।
সাবেক উপজেলা চেয়ারম্যান খান বেলায়েত হোসেন, জেলা প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ বাবু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ আলী বাশার, যুদ্ধকালীন কমান্ডার হাফিজ উদ্দিন, সদর ইউপি চেয়ারম্যান একে এম আহাদুল হাসান আহাদ, বানা ইউপি চেয়ারম্যান হাদী হুমায়ুন কবীর বাবু, বুড়াইচ ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিদ্দিকুর রহমান, সদর জেলার গেরদা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হারেজ মিয়া, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সম্পাদকমণ্ডলীর সদস্য তৌকির আহমেদ ডালিম, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম ছরোয়ার মৃধা, ঘোষপুর ইউপি সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ, শেখর ইউপি সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মৃধা লিটন, সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মৃধা, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, উপজেলা যুবলীগের আহ্বায়ক শরীফ সেলিমুজ্জামান লিটু, উপজেলা স্বেছাসেবক লীগের সভাপতি তবিবর রহমান মিন্টু, বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাহাদুল হক তপন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক দাউদুজ্জামান দাউদ, মধুখালী পৌর মেয়র খন্দকার লিমন, জেলা পরিষদ সদস্য মির্জা আজাউল, সাবেক মেগচামী ইউপি চেয়ারম্যান খুরশীদ আলম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সুজিত কুমার বসু, মধুখালী উপজেলা ভাইস চেয়ারম্যান মুরাদ হোসেন।
এছাড়া ঢাকা টাইমসের সিনিয়র বার্তা সম্পাদক মোরশেদুল জহির, চিফ রিপোর্টার হাবিবুল্লাহ ফাহাদ,ফরিদপুরের সাংবাদিক কে এম রুবেল, বিপুল, জাকির, রাসেল, নয়ন, সুমন, শিপন, রুবেল মুন্সি, বোয়ালমারী প্রেসক্লাব সভাপতি কাজী হাসান ফিরোজ, সমকাল প্রতিনিধি কাজী আমিনুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন, রাসেল আহমেদ, আমীর চারু বাবলু, এমএমজামান, ফরিদপুর সদর, আলফাডাঙ্গা, বোয়ালমারী, মধুখালী, গোপালগঞ্জের কাশিয়ানী, মাগুরার মহাম্মাদপুর, লোহাগড়া উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও নানা শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন।
সোমবার ভোরে কামারগ্রামের নিজ বাসায় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন ওবায়দুর রহমান। তাকে দ্রুত আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাড়ে ছয়টার দিকে মৃত ঘোষণা করেন। মরহুম ওবায়দুর রহমান রূপালী ব্যাংকের অবসরপ্রাপ্ত সিনিয়র প্রিন্সিপাল অফিসার ছিলেন। তার বয়স হয়েছিল ৬৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, পুত্রবধূ, দুই নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।