সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচনের আগে মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা একেবারেই কম।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের এক প্রশ্নের জবাবে গণমাধ্যমকে এ কথা জানান।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩০ জানুয়ারি।
মন্ত্রিসভার রদবদল বিষয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘এটা রুটিন বিষয়, প্রধানমন্ত্রীর এখতিয়ার। তবে সিটি কর্পোরেশন নির্বাচনের আগে আমার মনে হয় না কোনো ধরনের এক্সপাংশন (মন্ত্রিসভার সম্প্রসারণ) বা রিসাফলিং (পুনর্বিন্যাস) এ সব কিছু হবে। সিটি কর্পোরেশন নির্বাচনের আগে হওয়ার সম্ভাবনা একেবারেই কম। তারপরও আমি বলব এটা প্রধানমন্ত্রীর এখতিয়ার। তিনি যে কোনো সময় মন্ত্রিসভা পরিবর্তন করতে পারেন।’
সড়ক পরিবহনমন্ত্রী আরো বলেন ‘প্রধানমন্ত্রী সবার পারফরমেন্সের বিষয়টি দেখছেন। পারফরমেন্স অনুযায়ী দায়িত্ব বণ্টন হয়, পরিবর্তন হয়। যখন পরিবর্তন হবে তখন আপনি বুঝতে পারবেন প্রধানমন্ত্রী কোনো কোনো মন্ত্রণালয়ের কাজকে ভালভাবে দেখছেন, আর কোথায় পারফরমেন্স সঠিক হচ্ছে না। এগুলোতো বিচার বিশ্লেষণ করেই সিদ্ধান্ত নেবেন।’