উপনির্বাচনে আওয়ামী লীগের ফরম বিক্রি শুরু আজ

ঢাকা-১০ আসনসহ গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে আজ থেকে। চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত।

এর আগে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে এ মনোনয়ন ফরম বিক্রি করা হবে। প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৫টার মধ্যে মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ এবং জমা দেয়া যাবে।

গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য ডা. ইউনুস আলী সরকার গত ২৭ ডিসেম্বর মারা যান। এর পর গত ১০ জানুয়ারি মারা যান বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি, পাঁচবারের এমপি ও সাবেক মন্ত্রী ডা. মোজাম্মেল হোসেন।

আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগের মনোনয়নে মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বতার কারণে গত ২৯ ডিসেম্বর জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে ঢাকা-১০ আসনের এমপি পদ ছাড়েন শেখ ফজলে নূর তাপস।

গতকাল বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর জানিয়েছেন, ঢাকা-১০ আসনে ইভিএমের মাধ্যমে ভোট হলেও গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনে ব্যালট পেপারে হবে উপনির্বাচনের ভোটগ্রহণ। আগামী ২১ মার্চ শূন্য ঘোষিত এই তিনটি সংসদীয় আসনে উপনির্বাচনের ভোটগ্রহণের তারিখ ঘোষণা করা হয়েছে।

ইসি সচিব বলেন, ‘ঢাকা ১০ (শাহাবাগ-ধানমন্ডি) আসনের উপনির্বাচন ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত হবে। তবে বাগেরহাট ৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) ও গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সুন্দরগঞ্জ) আসনের উপনির্বাচন হবে ব্যালট পেপারের মাধ্যমে।’

তিনি বলেন, ‘মনোনয়ন দাখিলের শেষ তারিখ ১৯ ফেব্রুয়ারি। মনোনয়ন যাচাই-বাছাইয়ের শেষ তারিখ ৩ ফেব্রুয়ারি। যাচাই-বাছাইয়ের বিরুদ্ধে আপিলের তারিখ ২৪-২৬ ফেব্রুয়ারি, ২৮ ফেব্রুয়ারির মধ্যে আপিল নিষ্পত্তি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ ফেব্রুয়ারি, প্রতীক বরাদ্দ ১ মার্চ ও ভোটগ্রহণ হবে ২১ মার্চ।’