শান্তিপূর্ণ নির্বাচনের নামে দুই সিটির নির্বাচন ছিলো ভয়াবহ অশান্তিপূর্ণ, এমন মন্তব্য করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। নির্বাচনে বিএনপি মাঠে থাকলেও কোন অন্যায়ের প্রতিবাদ করেনি বলে মন্তব্য তাদের।
সোমবার ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের মূল্যায়ন নিয়ে আয়োজিত প্রেস কনফারেন্সে সুজন এ প্রতিক্রিয়া জানিয়েছে।
সুজন আরও বলেছে, ২০১৫ সালের তুলনায় এবার সিটি ভোট ব্যবসায়ীদের দখলে। রাজনীতিকে এটা বিরাজনীতিকরণের হুমকি। তবে এবার অশিক্ষিতদের থেকে শিক্ষিতরাই ওয়ার্ড কাউন্সিলর বিজয়ী।
সুজনের পক্ষ থেকে আরো জানানো হয়, ইভিএম দিয়ে সিটি ভোট ইসির জন্য অগ্নিপরীক্ষা ছিলো, সেটাতে তারা পুরো ফেল করেছে। ইসি থেকে কোনো তথ্য সুজনকে দেওয়া হয়নি বলেও অভিযোগ সুজনের। নির্বাচনের নামে ভোটারদের অপমান করা হচ্ছে। সিটি নির্বাচন একটা পুরুষতান্ত্রিক নির্বাচন হয়েছে, যেখানে পুঁজিবাদের জয় হয়েছে।