মশক নিধন কর্মীদের পর্যবেক্ষণের মনিটরিং সেল গঠন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
আজ বৃহস্পতিবার (৫ মার্চ) রাজধানীর উত্তরায় বাংলাদেশ ক্লাবে এডিস মশা ও মশককর্মীদের কার্যক্রম নিয়ে বিভিন্ন সেক্টরের কল্যাণ সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এ মনিটরিং সেল গঠন করা হয়েছে বলে জানান ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম।
মশককর্মীদের কাজের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন দীর্ঘদিনের। এ অবস্থায় গতবছরই মশককর্মীদের মনিটরিংয়ের সিদ্ধান্ত নেয় ডিএনসিসি। ওই সিদ্ধান্ত অনুযায়ী ডিএনসিসি এলাকার আওতাধীন উত্তরায় এই মনিটরিং সেল গঠন করা হয়েছে বলে জানান মেয়র। তিনি নিজেও মশককর্মীদের কাজ তদারকি করবেন বলে জানান।
সংস্থাটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুনসহ ডিএসসিসির ঊর্ধ্বতনরা এসময় উপস্থিত ছিলেন।
এডিস মশা নির্মূলে বিভিন্ন স্থাপনায় এডিস মশার প্রজননে সহায়ক অবস্থা পাওয়া গেলে সেসব স্থাপনার মালিকদের জরিমানা করারও পুনরায় ঘোষণা দেন আতিকুল ইসলাম।