সেরে ওঠা ২ জনকে ছাড়পত্র শিগগিরই : স্বাস্থ্যমন্ত্রী

নতুন পরীক্ষায় কোভিড-১৯ আক্রান্ত তিনজনের মধ্যে দুজনের শরীরে করোনাভাইরাস না থাকায় অল্প দিনের মধ্যেই তাদের ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। করোনা ভাইরাসের পরিস্থিতি নিয়ে জনসাধারণকে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানান তিনি।

আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সামিট গ্রুপের থার্মাল স্ক্যানার হস্তান্তর অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘দেশে করোনাভাইরাস পরিস্থিতি ভালো আছে। উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। সবাইকে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে।

জাহিদ মালেক বলেন, ‘আমাদের তিনজন রোগী (করোনাভাইরাস আক্রান্ত) ছিল। সেই তিনজন রোগী এখন মোটামুটি ভালো আছে। নতুন কাউকে এখনো আমরা পাইনি। অনেকেই এখনো কোয়ারেনটাইনে আছেন। যাদের আমরা কোয়ারেনটাইন রেখেছি, তারা অসুস্থ না।’

‘দুজন যারা অসুস্থ ছিল, তাদের আবারও টেস্ট করে দেখা গেছে তাদের গায়ে আর করোনাভাইরাস নাই। তাদের হয়তো অল্প দিনেই আমরা ছেড়ে দেব।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আজকে এত বড় একটা চ্যালেঞ্জ আমরা মোকাবিলা করছি। আমরা সকল জনগণের সহযোগিতা চাই। বিশেষ করে সমাজের যারা বিত্তবান আছেন, যারা মানুষের পাশে দাঁড়াতে চান-এটি একটা বিরাট সুযোগ।’

প্রাণঘাতী এই ভাইরাস মোকাবিলায় সবার সহযোগিতার আহ্বান জানিয়ে জাহিদ মালেক বলেন, ‘যারা বিদেশে এখনো আছেন, তারা দেশে এই মুহূর্তে না আসতে পারেন, তাহলে ভালো হয়। আসলে পরে তারা কিন্তু সেলফ কোয়ারেনটাইনে যাবেন-এটিই আমরা আশা করব।’

মন্ত্রী বলেন, ‘চীনে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে আমরা করোনা প্রতিরোধে প্রস্তুতি শুরু করি। আমরা জাতীয় পর্যায়ে তিনটি কমিটি গঠন করেছি। জেলা-উপজেলায় কমিটি গঠন করেছি। এই রোগ প্রতিরোধে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছি। ঢাকাসহ জেলা-উপজেলায় হাসপাতাল ব্যবস্থা করে রাখা হয়েছে। আমাদের প্রশাসন এই বিষয়ে রাতদিন কাজ করছে।’

এ সময় করোনা পরীক্ষার জন্য ৫টি থার্মাল স্ক্যানার দেওয়ার জন্য সামিট গ্রুপকে ধন্যবাদ জানান তিনি।

গত রোববার বাংলাদেশে তিনজন করোনাভাইরাস আক্রান্তের খবর নিশ্চিত করেন জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। আক্রান্তদের মধ্যে একজন নারী এবং দুজন পুরুষ। তাদের মধ্যে পুরুষ দুজন ইতালিফেরত বাংলাদেশি।

তবে গতকাল বুধবার নতুন পরীক্ষায় কোভিড-১৯ আক্রান্ত তিনজনের মধ্যে দুইজনের শরীরে করোনাভাইরাস নেই বলে জানিয়েছে আইইডিসিআর।