‘এখনো লকডাউনের পরামর্শ দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা’

করোনাভাইরাসের ঝুঁকি মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এখনো সবকিছু লক ডাউনের পরামর্শ দেয়নি বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ রোববার সকালে সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের সময় একথা বলেন তিনি।

গতকাল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সদ্য বিদায়ী মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছিলেন, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বাংলাদেশকে লকডাউন ও জরুরি অবস্থার ঘোষণা করার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এরই পরিপ্রেক্ষিতে তথ্যমন্ত্রী বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার আবাসিকের বরাত দিয়ে গতকাল যে সংবাদটি প্রকাশ করা হয়েছে এটি ঠিক নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে তারা এ ধরনের পরামর্শ দেয়নি। করোনাভাইরাস প্রতিরোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনো সবকিছু লক ডাউনের পরামর্শ দেয়নি।’

ভবিষ্যতে কী করতে হতে পারে সে আশঙ্কা নিয়ে ডব্লিউএইচও আলোচনা করেছে বলেও জানান তিনি।

হাছান মাহমুদ বলেন, ‘পরিস্থিতির প্রেক্ষাপটে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছে। ইতোমধ্যে বহির্বিশ্বের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যান্য পদক্ষেপও নেওয়া হয়েছে।’

বিএনপি করোনাভাইরাস নিয়ে দায়িত্বহীন কথা বলছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ করোনায় আক্রান্ত-এরকম দায়িত্বহীন কথা বলার সময় এখন না। সবাই মিলে সম্মিলিতভাবে করোনা মোকাবিলা করতে হবে। এ নিয়ে এখন রাজনীতি করার সময় না।’