দেশে চলছে করোনাভাইরাসের কারণে অঘোষিত লকডাউন। আগামী ৬ মে পর্যন্ত সরকারি ছুটি বর্ধিত করা হয়েছে। এই মহামারীর মাঝেও এক শ্রেণির মানুষ গুজব ছড়িয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে একটি জঘন্য গুজব ছড়িয়েছে সংবাদকর্মীদের নিয়ে। একটি মহল গুজব ছড়িয়েছে যে, সংবাদকর্মীদের নাকি ৩০ কেজি করে চাল দিচ্ছে সরকার। যা সম্পূর্ণ মিথ্যা।
এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছে তথ্য মন্ত্রণালয়ের গুজব প্রতিরোধ সেল। সহকারী সচিব মো: ফিরোজ খান সাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, ‘Mostafizur Rahman Sumon, Shahin HasnatR ate Pis আইডি হতে ‘তাজা খবর শিরোনামে এই মর্মে গুজব রটানো হচ্ছে যে, সাংবাদিকদের জন্য এককালীন ৩০ কেজি চাল সরকার বরাদ্দ করেছে। তথ্য মন্ত্রণালয়ে জমা দেওয়া তালিকা হতে সীমিত সংখ্যক সাংবাদিক ৩০ কেজি চাল পাওয়ার কথা বলা হয়েছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘এটি একটি জঘন্য গুজব। সরকার এ ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। এ ধরনের গুজব রটানো শান্তিযোগ্য অপরাধ। প্রয়োজনে এ ধরনের গুজবের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’