বাংলাদেশের সবগুলো জেলায় করোনাভাইরাস ছড়িয়ে পড়লেও সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু রাজধানী ঢাকাতেই। গত ৮ মার্চ থেকে ৬ মে পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত ১৮৬ জনের মধ্যে ১০০ জন রাজধানী ঢাকার। ঢাকা বিভাগীয় জেলাগুলোতে মৃত্যু হয়েছে মোট ১৫৬ জনের (৮৪ শতাংশ)। স্বাস্থ্য অধিদফতরের সূত্রে এ তথ্য জানা গেছে।
এরমধ্যে ঢাকার সুপার রেড জোনে রয়েছে তিন এলাকা। সর্বোচ্চ রাজারবাগে ১৯৯ জন করোনা রোগী পাওয়া গেছে। এরপরেই আছে কাকরাইল ১৬৪ জন, যাত্রাবাড়ী ১৫৯ জন, মুগদা ১৪৯, মহাখালী ১২৭, মোহাম্মদপুর ১১৫, লালবাগ ৯৩, তেজগাঁও ৮৯। রাজধানীর মোট ১৮১টি এলাকা এখন করোনা আক্রান্ত।
স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যানে দেখা গেছে, আট বিভাগের মধ্যে ঢাকা বিভাগের সর্বোচ্চ আট হাজার ৩৫ জন আক্রান্ত হয়েছেন যা মোট আক্রান্তের ৮৩ দশমিক শূন্য ৫ শতাংশ। ঢাকা বিভাগের মধ্যে রাজধানী ঢাকায় সর্বোচ্চ পাঁচ হাজার ৬৭৪ জন এবং অন্যান্য জেলায় দুই হাজার ৩৬১ জন। শুধু নারায়ণগঞ্জেই আক্রান্ত ১ হাজার ৭২ জন। অবশিষ্ট সাত বিভাগ মিলিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা তিন হাজার ৬৮৪ জন।