করোনাভাইরাস সবকিছু তছনছ করে দিচ্ছে। অনেক কিছুই হারাতে হবে এই সময়ে। মানুষ বেঁচে থাকার লড়াই করতে গিয়ে গোটা পৃথিবীকে থমকে দিয়েছে। আবার বেঁচে থাকার প্রশ্নেই নতুন নতুন কৌশল অবলম্বন করতে হচ্ছে। কারণ অর্থনীতি টিকলে সব চ্যালেঞ্জ মোকাবিলা করা সহজ হবে। আমি মনে করি, আমাদের বিশ্ববাজার ধরার কৌশলগত সময় এখনই, আর বাঁচার জন্যই এ কৌশল।
বলছিলেন বর্ষীয়ান রাজনীতিক আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু। তিনি এই সরকারের সাবেক শিল্পমন্ত্রী। করোনাভাইরাস সংক্রামণ রোধে সরকার অঞ্চলভিত্তিক যে লকডাউন ঘোষণা করছে সে প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয় তার কাছে।
আমু বলেন, ‘অবস্থা বুঝে ব্যবস্থা নিচ্ছে সরকার। শুরুতে সাধারণ ছুটি ঘোষণা করে এক ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল, যেখানে সংক্রমণ ঝুঁকি খানিকটা কমানো সম্ভব হয়েছে। নইলে পরিস্থিতি বেসামাল হতো।’
সংক্রমণ বাড়ার পর ফের লকডাউনে কি ফল আসবে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পরিস্থিতি বুঝে সরকারকে সিদ্ধান্ত নিতে হয়। অনেক দেশেই লকডাউন তুলে দিচ্ছে। স্থিতিশীল অবস্থা এসেছে বলেই তারা চলাফেরার ওপর বিধিনিষেধ তুলে দিচ্ছে। আমরাও সে অপেক্ষায় আছি৷ সংক্রমণ ঝুঁকি কমা মাত্রই স্বাভাবিকতা ফিরিয়ে আনা হবে।’
অর্থনীতি প্রসঙ্গে সাবেক এ মন্ত্রী বলেন, ‘অর্থনীতির চাকা কোন দিকে যাবে, তা বলার সময় আসেনি। কেউ বলতে পারবে না এখন। গোটা বিশ্বই আক্রান্ত। তবে কৌশল নিতে হচ্ছে নানাভাবেই। সরকারও উদ্যোগ নিচ্ছে। অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্ববাজারে প্রবেশ করতে হবে জোরালোভাবে। আর সে কৌশল নেয়ার সময় এখনই।’