আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের নামাজে জানাজা ও আগামীকাল রবিবার (১৩ জুন) সকাল সাড়ে ১০টায় বনানী কবরস্থানে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মায়ের কবরে তাকে দাফন করা হবে।
আওয়ামী লীগের দফতর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
মোহাম্মদ নাসিমেট ছোট ছেলে তন্ময় মনসুর ক্যালিফোর্নিয়া থেকে রাত ১২ টায় দেশে ফিরবেন। ইতিমধ্যেই তিনি দেশের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন। আজকে লাশ হাসপাতালের মর্গে রাখা হবে। স্বাস্থ্যবিধির কারণে তার লাশ সিরাজগঞ্জ নেয়া হবে না।
এর আগে শনিবার (১৩ জুন) সকালে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মোহাম্মদ নাসিম।
গত ১ জুন শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর স্পেশালাইজড হাসপাতালে ভর্তির পর নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস পজিটিভ আসে মোহাম্মদ নাসিমের। এরপর ৮ জুন নমুনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ আসে। সবশেষ গত বুধবারের পরীক্ষায় আবারও করোনা নেগেটিভ আসে। টানা দুইবারের পরীক্ষায় করোনা নেগেটিভ আসলেও তার শারীরিক অবস্থার কোনও উন্নতি হচ্ছিল না। বরং অবস্থা ক্রমেই খারাপের দিকেই যাচ্ছিল।
এ অবস্থায় ৭২ বছর বয়সী মোহাম্মদ নাসিমকে পরিবারের সদস্যরা সিঙ্গাপুরে পাঠানোর ইচ্ছা পোষণ করলেও তার শারীরিক অবস্থার কারণে শেষ পর্যন্ত সেটি আর সম্ভব হয়নি।