ফ্রেঞ্চ লীগ ওয়ানে পিএসজি-মার্শেই ম্যাচের মারামারির ঘটনায় ৩২ বছর বয়সী আর্জেন্টাইন উইঙ্গার পিএসজির অ্যাঙ্গেল ডি মারিয়া চার ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন।
গত ১৪ই সেপ্টেম্বর মার্শেইয়ের ও পিএসজির ম্যাচে লাল কার্ড দেখেন নেইমার সহ পাঁচ ফুটবলার। খেলার শেষ দিকে দু’দলের ফুটবলাররা মারামারিতে জড়িয়ে পড়েন। ডি মারিয়া থুতু ছিটিয়েছেন বলে মার্শেই কোচ আন্দ্রে ভিয়াস-বোয়াস অভিযোগ করে বলেন, সেদিনের ম্যাচে তার দলের ডিফেন্ডার আলভারো গঞ্জালেসকে আর্জেন্টাইন তারকা থুতু ছিটিয়েছেন।
অভিযোগ তদন্ত করে ডি মারিয়াকে নিষিদ্ধ করে লীগ কর্তৃপক্ষ। তারা অবশ্য নিষিদ্ধের কারণ হিসেবে থুতু ছিটানোর বিষয়টি উল্লেখ করেনি। ডি মারিয়ার নিষেধাজ্ঞা কার্যকর হবে ২৯শে সেপ্টেম্বর থেকে। অর্থাৎ আগামী রোববার থেকে ম্যাচ খেলাতে পারছে না পিএসজি।
অপরদিকে সেই ম্যাচের ঘটনায় সব থেকে বড় শাস্তি পেয়েছে পিএসজির লেভিন কুরজাওয়া। ফরাসি ডিফেন্ডার ৬ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন।
এছাড়াও আমাভি ৩, লিয়ান্দ্রো পারেদেস ২, দারিও বেনেদিত্তো ১ ম্যাচ করে নিষিদ্ধ হয়েছেন।