বিচারহীনতার সংস্কৃতি থেকে ফিরে ন্যায়বিচার নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সকালে গণভবন থেকে লোক প্রশিক্ষণ কেন্দ্রে ৭০তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, বিচারহীনতার সংস্কৃতিতে আর ফিরে যাবে না বাংলাদেশ। প্রত্যেকের জন্যই নিশ্চিত করা হবে ন্যায়বিচার।
এ সময় আইনের পাশাপাশি সচেতনতার মাধ্যমে ধর্ষণ প্রতিরোধে সবার প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি। তিনি বলেন, ধর্ষণের মতো অপরাধ দমনে সরকার মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন করেছে।
অনুষ্ঠানে তৃণমূলে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দেওয়ার মাধ্যমে দেশকে দারিদ্র্যমুক্ত করতে নবীন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।