বাংলাদেশ আওয়ামী যুবলীগের ২০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আজ ১৪ নভেম্বর সন্ধ্যার দিকে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কমিটির তালিকা কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামসকে এবং সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খানের হাতে হস্তান্তর করেন।
বিতর্ক এড়াতে গত বছরের সম্মেলনে পুরনো কমিটির কাউকে না দিয়ে যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির বড় ছেলে শেখ ফজলে শামস পরশকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। আর সাধারণ সম্পাদক পদে ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাঈনুল হোসেন খানকে দায়িত্ব দেওয়া হয়। নতুন কমিটির নেতা হতে দেড় হাজারের বেশি জীবনবৃত্তান্ত (সিভি) জমা পড়ে। যাচাই-বাছাই শেষে আজ ২০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির নাম প্রকাশ করেছে কেন্দ্রীয় যুবলীগ।
পূর্ণাঙ্গ কমিটির তালিকা দেখতে এখানে ক্লিক করুন
উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শেখ ফজলুল হক মণির নেতৃত্বে ১৯৭২ সালের ১১ নভেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক যুব কনভেশনের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে সংগঠনটি।