১৯৭৪ সালের বিস্ফোরণের দায়ে নারী গ্রেফতার

১৯৭৪ সালে উত্তর আয়ারল্যান্ডে ব্রিটিশ শাসনের প্রতিবাদে যুক্তরাজ্যের বার্মিংহামে একটি বিস্ফোরণ হয়েছিল। দীর্ঘ ৪৬ বছর পর দেশটির বেলফাস্ট নগরী থেকে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ

উত্তর আয়ারল্যান্ডের পুলিশ ও সন্ত্রাসবিরোধী শাখার কর্মকর্তারা সেই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দেশটির বেলফাস্ট নগরী থেকে ৬৫ বছর বয়সীকে গ্রেফতার করেছে।
এএফপি।

কোনো অপরাধের ক্ষেত্রে তদন্ত করে অভিযুক্তকে ধরতে কয়েকদিন বা কয়েক মাস, নিদেনপক্ষে কয়েক বছর হয়তো লাগতে পারে। কিন্তু তাই বলে সাড়ে চার দশকের বেশি সময় লাগবে এমনটা অনেকেই ভাবেননি।

পুলিশ জানিয়েছে, সন্ত্রাসবিরোধী আইনে ওই ব্যক্তিকে ধরা হয়েছে। তার বাড়ি থেকেই তাকে গ্রেফতার করা হয়। বার্মিংহামের ঘটনার জন্য তিনিই দায়ী। উত্তর আয়ারল্যান্ডের একটি থানায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বার্মিংহামের ওই ভয়াবহ বিস্ফোরণে ২১ জন নিহত হন। আহত হয়েছিলেন ১৮২ জন। আইরিশ জাতীয়তাবাদীরা তখন উত্তর আয়ারল্যান্ডে ব্রিটিশ শাসনের প্রতিবাদে রক্তাক্ত সংঘর্ষে লিপ্ত ছিলেন। প্রাণঘাতী ওই বিস্ফোরণ ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে বড় বিস্ফোরণের ঘটনাগুলোর মধ্যে একটি।