২০২০ সালের শেষ দিন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ- কমিটি প্রকাশিত হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কমিটি অনুমোদন দেন । কমিটির চেয়ারম্যান হয়েছেন অধ্যাপক ড. খন্দকার বজলুল হক আর সদস্য সচিব আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন । এ কমিটিতে ছাত্রলীগের সাবেক সভাপতি মঈন উদ্দীন হাসান চৌধুরী, বাহাদুর ব্যাপারীসহ সাবেক ছাত্রনেতাদের প্রাধান্য দেয়া হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ ১৬ জন বিশেষজ্ঞ সদস্য আছেন কমিটিতে। সাবের হোসেন চৌধুরী, মাশরাফি বিন মর্তুজাসহ ৭ জন সংসদ সদস্য রয়েছেন এ কমিটিতে।
নতুন কমিটির ব্যাপারে দেলোয়ার হোসেন বলেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী পরিবেশ সংক্রান্ত কাজ করবে এ কমিটি। মুজিব বর্ষ উপলক্ষে নেয়া দেশ ব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচী অব্যাহত রয়েছে। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বির্নিমাণে কমিটির সদস্যরা কাজ করবে বলেও জানান তিনি।