পাবনায় বাংলাদেশ জাতীয়াবাদী ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে শহরের মহিষের ডিপু ও টার্মিনাল থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়। র্যালী শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সিদ্দিকুর রহমান সিদ্দিক।
জেলা ছাত্রদলের সহ-সভাপতি সোমনাথ বাগচির সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক রেজওয়ান হোসেন হৃদয়ের পরিচালনায় আরও বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শামীম মনোয়ার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাজ্জাদ হোসেন স্বপন, তপন সাহা, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশেম, ড্যাব পাবনা জেলা শাখার সদস্য সচিব ও পৌর বিএনপির সদস্য ডা. আহমেদ মোস্তফা নোমান, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান সুইট, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ইয়ামিন খান, জেলা কৃষক দলের সদস্য আমিরুল ইসলাম নিক্সন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মীর রাকিব হাসান কোমল, যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম জনি, মতিউর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক নাদিম হায়দার, সহ-পাঠাগার সম্পাদক হামিম খান, সদস্য আশরাফুর রহমান বাঁধন প্রমূখ।
এসময় জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রুমন আকতার, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ রানা, ছাত্রদল নেতা আতিকুর রহমান, আলামিন পাপ্পু, তারেখ শেখ, আনিম, আল আহাদ, আসিফ, মেহেদী হাসান খায়রুল, সেতু ফকির, মিলন হোসেন, মাসফিক মোজাম্মেল খান, কাওছার রহমান খান, হৃদয় হোসেন, রনি, আব্দুর রউফ খান, মো. রানা, কাফি, ওমর, আতাউর, পিয়াস, আসাদুল রুবেলসহ জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যাক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল এদেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামে সর্বদা রাজপথে সক্রিয় ছিল, আছে এবং থাকবে। ছাত্র সমাজকে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া ছাত্রদলের আদর্শে উজ্জ্বীবিত করার চেষ্টা করতে হবে এবং সারাদেশে ছাত্রদলকে শক্তিশালী ও সুশৃঙ্খল ছাত্র সংগঠন হিসেবে পরিণত করতে হবে।